৪৪তম বিসিএস এর আবেদনের সময় বাড়ছে আরো ১ মাস

44th BCS
৪৪তম বিসিএস পরীক্ষায় আবেদনের সময় ১মাস বৃদ্ধি পাচ্ছে..

আরো এক মাস বাড়ানো হচ্ছে ৪৪তম বিসিএসের আবেদনের সময়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর বর্তমান চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গতকাল ২৫ জানুয়ারী, ২০২২ রোজ মঙ্গলবার এ কথা জানান। উল্লেখ্য যে, গত ৩০ ডিসেম্বর ২০২১ থেকে শুরু করে ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত আবেদনের শেষ সময় ছিল।

৪৪তম বিসিএস পরীক্ষায় আগ্রহী যোগ্য প্রার্থীরা (http://bpsc.teletalk.com.bd/) ওয়েবসাইটে গিয়ে পিএসসির নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারছেন।

এবারের ৪৪তম বিসিএস হবে সাধারণ (জেনারেল)। এই বিসিএস থেকে সর্বমোট ১ হাজার ৭১০ জনকে নেওয়া হবে। যার মধ্যে থেকে সবচেয়ে বেশি ৭৭৬ জনকেই নেয়া হবে শিক্ষা ক্যাডারে।

পিএসসির সভাপতি মো. সোহরাব হোসাইন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসির মাধ্যমে আবেদনের  সময়সীমা বৃদ্ধি করার জন্য আহ্বান জানিয়েছিলেন। যাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চতুর্থ বর্ষের অ্যাপেয়ার্ড পরীক্ষা দিয়েছেন, তাঁরা ৪৪তম বিসিএসে আবেদন করতে পারবেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে সর্বমোট ১ হাজার ৭১০ জন কর্মমর্তা নেওয়া হবে। এর মধ্যে শিক্ষা ক্যাডারে সবচেয়ে বেশি ৭৭৬ জন। এছাড়াও অন্যান্য ক্যাডারের মধ্যে টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন, প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, পরিবার পরিকল্পনায় ৭৭ জন, ডাক-এ ২৩ জন, কর-এ ১১জন, আনসার ক্যাডারে ১৪জন, পররাষ্ট্র ক্যাডারে ১০জন, তথ্যে ১০জন, সমবায়ে ৮জন, রেলওয়ে পরিবহন ও বানিজ্যিকে ৭জন, বানিজ্যে ৬জন এবং খাদ্যে ৩জনকে নেয়া হবে।

About me

Md. Zahid Hasan is a BCS Cadre officer and the founder-writer of BCSExam.com . He joined Bangladesh Civil Service in 2011 being the 27th in the merit-list under his cadre-post of 29th BCS exam. He started writing on the tricks and tips of BCS exam preparation being requested by his senior students. He is an ardent researcher and experimenter of BCS exam preparation. If you are serious about becoming a BCS cadre officer, then Read More…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *