BCS Cadre List: বিসিএস ক্যাডার তালিকা

বিসিএস ক্যাডার তালিকা-Here is the BCS Cadre List:

Here is furnished bcs cadre list. বিসিএস ক্যাডার তালিকা এখানে সন্নিবেশিত হলো।

BCS Cadre List বা বিসিএস ক্যাডার তালিকা সম্পর্কে বিস্তারিত জানার আগে এর পটভূমি একটু জেনে নেই। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশবলে দুটি পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়। ১৯৭২  সালের মে মাসে উভয় কমিশন তাঁদের কার্যক্রম শুরু করে। ১৯৭৭ সালে দুটি কমিশনকে একত্র করে বাংলাদেশ  পবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়। বাংলাদেশ সিভিল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। নিয়োগপ্রাপ্ত  ক্যাডারগণ স্ব স্ব ক্যাডারভিত্তিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও নিয়োগ প্রক্রিয়ার আইন ও বিধি তৈরি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৯৮০ সালের পূর্বে বিসিএস পরীক্ষার নাম ছিল সুপিরিয়র পোস্ট এক্সাম।

বাংলাদেশ সিভিল সার্ভিসে দুটি ক্যাটাগরিতে মোট ২৬ টি ক্যাডার রয়েছে। ক্যাটাগরি দু’টি হলো-

১। সাধারণ ক্যাডার (General Cadre)

২। কারিগরি/পেশাগত ক্যাডার (Technical/Professional Cadre)

 

নিম্নে ক্যাটাগরিভিত্তিক ক্যাডারসমূহ তুলে ধরা হলো:

সাধারণ ক্যাডার পেশাগত/কারিগরি ক্যাডার সাধারণ ও পেশাগত/কারিগরি ক্যাডার
১। প্রশাসন ১। কৃষি ১। খাদ্য
২। পররাষ্ট্র ২। মৎস্য ২। তথ্য
৩। পুলিশ ৩। বন ৩। পশু সম্পদ
৪। কর ৪। সাধারণ শিক্ষা ৪। বাণিজ্য
৫। নিরীক্ষা ও হিসাব ৫। স্বাস্থ্য ৫। রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক
৬। শুল্ক ও আবগারি ৬। গণপূর্ত
৭। সমবায় ৭। রেলওয়ে প্রকৌশল
৮। ডাক ৮। সড়ক ও জনপথ
৯। আনসার ৯। জনস্বাস্থ্য প্রকৌশল
১০। পরিবার পরিকল্পনা ১০। পরিসংখ্যান
১১। কারিগরি শিক্ষা

 

উল্লেখ্য- ৪০তম বিসিএস পর্যন্ত ইকোনোমিক ক্যাডার নামে আরেকটি ক্যাডার ছিল। ২০১৮ সালের ৪১তম বিসিএস থেকে ইকোনোমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করা হয়েছে।

২০১৮ সালের  ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপিএ এক অধিশাখা থেকে জারি করা গেজেটে বলা হয়েছে, উন্নয়ন বাজেট অধিকতর গতিশীল ও জনবান্ধব প্রশাসনব্যবস্থা নিশ্চিত করতে সার্ভিস (রি-অর্গানাইজেশন অ্যান্ড কন্ডিশনস) অ্যাক্ট ১৯৭৫-এর ৪ নম্বর সেকশনের প্রদত্ত ক্ষমতাবলে দুই ক্যাডারকে একীভূত করার আদেশ জারি করা হয়। এই আদেশ বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডার একীভূত আদেশ-২০১৮ নামে অভিহিত করা হয়। অর্থাৎ ৪০তম বিসিএস পর্যন্ত ক্যাডার সংখ্যা ছিল ২৭টি, ৪১তম থেকে ক্যাডার সংখ্যা ২৬টি।

 

২৬টি ক্যাডারের ইংরেজি নাম:

১। প্রশাসন (ADMINISTRATION)
২। পররাষ্ট্র (FOREIGN AFFAIRS)
৩। পুলিশ (POLICE)
৪। কর (TAXATION)
৫। নিরীক্ষা ও হিসাব (AUDIT & ACCOUNTS
৬। শুল্ক ও আবগারি (CUSTOMS & EXCISE)
৭। সমবায় (COOPERATIVES)
৮। ডাক (POSTAL)
৯। আনসার (ANSAR)
১০। কৃষি (AGRICULTURE)
১১। মৎস্য (FISHERIES)
১২। বন (FOREST)
১৩। সাধারণ শিক্ষা (GENERAL EDUCATION)
১৪। স্বাস্থ্য (HEALTH)
১৫। গণপূর্ত (PUBLIC WORKS)
১৬। রেলওয়ে প্রকৌশল (RAILWAY ENGINEERING)
১৭। সড়ক ও জনপথ (ROADS & HIGHWAYS)
১৮। জনস্বাস্থ্য প্রকৌশল (PUBLIC HEALTH ENGINEERING)
১৯। পরিসংখ্যান (ROADS & HIGH WAYS)
২০। খাদ্য (FOOD)
২১। তথ্য (INFORMATION)
২২। পশু সম্পদ (LIVESTOCK)
২৩। বাণিজ্য (TRADE)
২৪। রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক (RAILWAY TRANSPORTATION & COMMERCIAL)
২৫। পরিবার পরিকল্পনা (FAMILY PLANNING)
২৬। কারিগরি শিক্ষা (TECHNICAL EDUCATION)

 

ক্যাডার পছন্দের ভিত্তিতে BCS  এর Application Form এ ৩টি ক্যাটাগরি উল্লেখ রয়েছে-

  1. General Cadre
  2. Technical/Professional Cadre
  3. Both Cadre

প্রার্থী যে ক্যাটাগরিতে আবেদন করতে চায় Application Form এর সে অংশে ক্লিক করলে ঐ ক্যাটাগরির আবেদনপত্রটি দৃশ্যমান হবে। তারপর পছন্দের ক্রমানুসারে ক্যাডার সিলেক্ট করতে হবে। আবেদনের করার প্রতিটি ক্ষেত্রে প্রার্থীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

 

About me

Md. Zahid Hasan is a BCS Cadre officer and the founder-writer of BCSExam.com . He joined Bangladesh Civil Service in 2011 being the 27th in the merit-list under his cadre-post of 29th BCS exam. He started writing on the tricks and tips of BCS exam preparation being requested by his senior students. He is an ardent researcher and experimenter of BCS exam preparation. If you are serious about becoming a BCS cadre officer, then Read More…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *