বিসিএস পরীক্ষা প্রস্তুতি কৌশল: শুরু থেকে শেষ

বিসিএস ক্যাডারদের অনুসৃত স্মার্ট প্রস্তুতি কৌশল রপ্ত করুন, অল্প সময়ে ৩ গুণ বেশি কার্যকর প্রস্তুতি নিন।

বইটি একজন বিসিএস পরীক্ষার্থীকে-

  • নিখুঁতভাবে বিষয়ভিত্তিক সিলেবাস ও প্রশ্নব্যাংক এনালাইসিস করে পরিপাটি-গোছানো প্রস্তুতি নিতে শেখাবে।
  • অপ্রয়োজনীয় বইকেনা ও পণ্ডশ্রমের হাত থেকে বাঁচাবে।
  • গুরুত্বপূর্ণ ও গুরুত্বহীন তথ্য চিনতে সহায়তা করে সময়ের অপচয় রোধকরা শেখাবে।
  • সঠিক ও বুদ্ধিদীপ্ত উপায়ে আবেদন ফর্ম পূরণ, পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ এবং ক্যাডার চয়েজ করতে শেখাবে।
  • প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষাকালীন উদ্ভূত অপ্রত্যাশিত বিপর্যয় রোধ করতে ও সামর্থ্যের সেরাটা দিয়ে বিজয় ছিনিয়ে আনতে শেখাবে।

Testimonials

“সুবিন্যস্ত ও সুনির্দিষ্ট পাঠপরিকল্পনা ছাড়া লাখো প্রতিযোগীকে পেছনে ফেলে বিসিএস ক্যাডার হওয়া অসম্ভব।
‘দ্য ক্যাডার’ বইটির দিক নির্দেশনা আপনাকে একজন অনন্য প্রতিযোগী হিসেবে গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।”– মো. এনামুল হক
২৯ বিসিএস (সাধারণ শিক্ষা) ;
৩৪ বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশকৃত; যোগদান করেননি।

“বিসিএস পরীক্ষা একটি দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত প্রস্তুতির বিষয়।
‘দ্য ক্যাডার’ বইটি আপনার পরিকল্পিত প্রস্তুতিতে একজন দক্ষ দিক নির্দেশকের মতো কাজ করবে।”– মোঃ শাহিন
৩৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

লেখক পরিচিতি:

মো: জাহিদ হাসান একজন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা। তিনি দু’বার বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ২৯-তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।
ক্লাসরুমে তিনি তার অনার্স ও মাস্টার্স পড়ুয়া আত্মবিশ্বাসহীন ছাত্র-ছাত্রীদের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নটাকে উস্কে দিয়ে থাকেন।
তিনি তার পরিচালিত ওয়েবসাইট www.BCSExam.com-এ বিসিএস পরীক্ষার্থীদের সহায়তার জন্য ২০১৪ সাল থেকে বিশ্লেষণমূলক লেখা লিখে আসছেন।
ব্যক্তিগত জীবনে তিনি একজন সচেতনভাবে উদাসীন মানুষ এবং পেটুক পাঠক।
টেকে কিছু টাকা যোগ হলে তিনি বিদেশ ঘুরতে বের হন।
বিবাহিত ও এক সন্তানের জনক এই লেখক বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কর্মরত।