
বিগত ১০টি বিসিএস এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক পদে নিয়োগ নিয়ে গত ৩০ নভেম্বর, ২০২২ তারিখে প্রকাশিত হয় ৪৫ তম বিসিএস সার্কুলার। মোট ৩৩৩১টি পদে (সাধারণ ক্যাডার ২৩০৯টি এবং নন-ক্যাডার ১০২২টি) লড়ার জন্য গত ১০ ডিসেম্বর, ২০২২ থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করেছে বিসিএস প্রত্যাশীগণ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এর তথ্যমতে, ৪৫তম বিসিএস আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ১৮ হাজার, যা গত ছয় বছরের সবচেয়ে কম আবেদন এবং গত বিসিএস এর চেয়ে ৩২ হাজার ৭১৬টি আবেদন কম। উল্লেখ্য ৪৪তম বিসিএসে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। বিশ্লেষকরা মনে করেন- আবেদনের সময় কম হওয়াতে কিংবা পরবর্তীতে আবেদনের সময় না বাড়ানোতে এবার হয়তো আবেদনকারীর সংখ্যা কম হয়েছে। বিগত সময়ে ১ মাস কিংবা তার বেশি সময় ধরে আবেদনের সুযোগ থাকতো। কিন্তু এবার আবেদনের সময় ছিল ২০ দিন। তাছাড়া আগে প্রস্তুতি না নিলেও অনেকে আবেদন করতো। কিন্তু এখন এই সংখ্যাটা কমে আসছে।
৪৫তম বিসিএস সার্কুলারে বলা হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০২৩ এর মার্চের ২য় সপ্তাহ। পরবর্তীতে সময় পিছিয়ে ১৯ মে প্রিলি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে পিএসসি। পিএসসি জানায়, ১৯ মে, ২০২৩, শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার হল, আসন বিন্যাস এবং গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর (http://bpsc.teletalk.com.bd) ওয়াবসাইটে প্রকাশ করা হবে।
৪৫তম বিসিএস-২০২২ এর সকল প্রার্থীদের শুভ কামনা জানাচ্ছি। নিজের মেধা, শ্রম ও যোগ্যতার স্বাক্ষর রেখে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক প্রতিযোগিসম্পন্ন এই পরীক্ষায় স্বল্প সময়ে সফলভাবে উর্ত্তীণের জন্য আপনাকে বিশেষভাবে সহায়তা করবে ‘দ্য ক্যাডার’ বইটি।