৪৫তম বিসিএস বিজ্ঞপ্তির আদ্যোপান্ত: কী আছে ৪৫ তম বিসিএস সার্কুলার-এ

৪৫তম বিসিএস বিজ্ঞপ্তি: নতুন যা যা আছে ৪৫ তম বিসিএস সার্কুলার-এ

৪৫তম বিসিএস বিজ্ঞপ্তি-২০২২
৪৫তম বিসিএস বিজ্ঞপ্তি-২০২২

 

বহুল প্রত্যাশিত ৪৫তম বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে ৩০ নভেম্বর, ২০২২ তারিখে। ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে মোট ৩৩৩১টি পদের জন্য লড়বে এবারের বিসিএস প্রত্যাশীগণ। ৪৫তম বিসিএস বিজ্ঞপ্তি অনুসারে, ২৩ ধরনের ক্যাডারে মোট ২৩০৯ জন এবং নন-ক্যাডারে ১০২২ জন নিয়োগ দেওয়া হবে। এখানে-

সাধারণ ক্যাডার- ৫২৪ টি

প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার- ১২৩৯ টি

সাধারন শিক্ষা ক্যাডার- ৪৩৭ টি এবং

কারিগরি শিক্ষা ক্যাডার- ১০৯ টি

মোট ক্যাডার- ২৩০৯ টি।

বিগত ১০টি বিসিএস এর মধ্যে এবার ৪৫তম বিসিএসেই সর্বোচ্চ সংখ্যক পদে নিয়োগ দেওয়া হবে।

 

এক নজরে ৪৫তম বিসিএস বিজ্ঞপ্তি:

  • ক্যাডার পদ: ২৩০৯টি
  • নন-ক্যাডার পদ: ১০২২টি
  • ক্যাডার ধরন: ২৩টি
  • আবেদন শুরু: ১০ ডিসেম্বর, ২০২২ তারিখ, সকাল ১০.০০ মিনিট
  • আবেদন শেষ: ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট
  • আবেদন ফি: ৭০০/- (সাতশত টাকা); ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য ১০০/- (একশত টাকা)
  • আবেদনের ওয়েবসাইট: http://bpsc.teletalk.com.bd অথবা bpsc.gov.bd
  • প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময়: ২০২৩ সালের মার্চ মাসের ২য় সপ্তাহ।

 

[Article Courtesy: দ্য ক্যাডার, The Best Selling Book on BCS Preparation Strategies:

৪৫ তম বিসিএস সার্কুলার

Read a few pages of ‘দ্য ক্যাডার’  here.

 

৪৫তম বিসিএস বিজ্ঞপ্তির বিস্তারিত:

  • কোথায় আবেদন করবেন: প্রার্থীকে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তথা পিএসসির Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্দিষ্ট ফরম (BPSC Form-1) পূরণের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। উক্ত ওয়েবসাইটে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর বিজ্ঞপ্তি, আবেদন ফরম পূরণের বিস্তারিত নির্দেশনা এবং আবেদন ফরম (BPSC Form-1) দেওয়া আছে। আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল ডাউনলোড করে বিস্তারিত নির্দেশনা ভালোভাবে জেনে নেওয়া সচেতন পরীক্ষার্থীর বৈশিষ্ট্য।

 

  • আবেদনের শুরু ও শেষ তারিখ: ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ১০/১২/২০২২ তারিখ সকাল ১০.০০ টা হতে শুরু হবে। আবেদন পত্র জমাদানের শেষ সময় ৩১/১২/২০২২ তারিখ সন্ধ্যা ৬.০০ পর্যন্ত। আবেদন জমা দানের শেষ সময়ের পরবর্তী ৭২ ঘন্টার (০৩/০১/২০২২) মধ্যে User ID প্রাপ্তরা আবেদন ফি জমা দিতে হবে।

উল্লেখ্য, বিগত বিসিএস গুলোর তুলনায় এবার আবেদনের সময়সীমা খুবই কম। পূর্ব অভিজ্ঞতা বলে, আবেদন সময়সীমার শেষের সাত দিন বিপিএসসির সার্ভার ডাউন হয়ে যায় কিংবা সার্ভারে নানা জটিলতা দেখা যায়। কারণ আবেদনকারীরা শেষ সময়টিতে এসে হুমড়ি খেয়ে পড়ে, যার ফলে সার্ভারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। তাই এসকল অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে শেষ সময়ের জন্য বসে না থেকে আগে ভাগেই আবেদন করে ফেলা উত্তম।

 

  • আবেদন ফরম পূরণ করতে যে সকল তথ্যাদি প্রয়োজন: ৪৫তম বিসিএস সার্কুলার অনুযায়ী BCS Aplication Form এ ৩টি অপশন রয়েছে। ১ম অংশে: Personal Information; ২য় অংশে: Educational Qualification এবং ৩য় অংশে: Cadre Option।

১ম অংশে  অর্থাৎ Personal Information অংশে নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, লিঙ্গ, ধর্ম ইত্যাদি উল্লেখ করতে হয়। ২য় অংশে শিক্ষাগত যোগ্যতা তথা এসএসসি, এসচএসসি ও স্নাতক পর্যায়ের ফলাফল উল্লেখ করতে হয়। ৩য় অংশে থাকে ক্যাডার চয়েজ। ক্যাডার পছন্দের ভিত্তিতে 45th BCS  এর Application Form এ ৩টি ক্যাটাগরি উল্লেখ রয়েছে-

  1. General Cadre
  2. Technical/Professional Cadre
  3. Both Cadre

প্রার্থী যে ক্যাটাগরিতে আবেদন করতে চায় Application Form এর সে অংশে ক্লিক করলে ঐ ক্যাটাগরির আবেদনপত্রটি দৃশ্যমান হবে। তারপর পছন্দের ক্রমানুসারে ক্যাডার সিলেক্ট করতে হবে। আবেদনের করার প্রতিটি ক্ষেত্রে প্রার্থীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

  • আবেদন করার ন্যূনতম যোগ্যতা: ৪৫তম বিসিএস বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বিজ্ঞাপিত ক্যাডার পদসমূহের জন্য পিএসসি কর্তৃক যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তা প্রার্থীকে অবশ্যই অর্জন করতে হবে। সার্কুলার অনুযায়ী সকল ক্যাডারের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। যদি আবেদন করার শেষ সময়ের আগে প্রার্থীর স্নাতক ফলাফল প্রকাশ না হয় তবুও বিজ্ঞপ্তির বিশেষ নির্দেশনা অংশের ১.৩ অংশ অনুযায়ী প্রার্থী ৪৫তম বিসিএসে আবেদন করতে পারবেন।

 

আবেদনের জন্য মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা, প্রতিবন্ধী, স্বাস্থ্য ক্যাডার ব্যাতীত অন্যান্য সকল প্রার্থীর বয়স হতে হবে ২১-৩০ বছর (জন্ম তারিখ: ০২.১১.২০০১ থেকে ০২.১১.১৯৯২ এর মধ্যে)। মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা, প্রতিবন্ধী, স্বাস্থ্য ক্যাডারের সকলের জন্য এবং শিক্ষা ক্যাডারের নৃ-গোষ্ঠী প্রার্থীদের জন্য বয়সসীমা ২১-৩২ বছর (জন্ম তারিখ: ০২.১১.২০০১ থেকে ০২.১১.১৯৯০ এর মধ্যে)।

 

প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকরিরত যোগ্যতাসম্পন্ন প্রার্থীতা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ৪৫তম বিসিএসে আবেদন করতে পারবে।

 

  • আবেদনপত্রে ছবি ও স্বাক্ষর আপলোড প্রসঙ্গে: ৪৫ তম বিসিএস বিজ্ঞপ্তি-২০২২ অনুসারে Application Form এর ৩টি অংশ পূরন সফলভাবে সম্পন্ন করার পর Application Preview দেখা যাবে। প্রার্থীর ছবি আপলোদের জন্য Preview এর নির্ধারিত স্থানে 300×300 Pixel এর সদ্য তোলা রঙিন ফরমাল ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ 100KB এর বেশি হওয়া যাবে না।

প্রার্থীর স্বাক্ষর আপলোডের ক্ষেত্রেও Application Preview-তে নির্ধারিত স্থানে 300×80 Pixel এর স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে। স্বাক্ষর স্পষ্ট বুঝা যেতে হবে। ফাইল সাইজ 60KB এর বেশি গ্রহণযোগ্য নয়।

 

  • আবেদন ফি জমাদান প্রসঙ্গে: Application Form যথাযথভাবে পূরন করার পর প্রার্থীর ছবি ও স্বাক্ষরসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্রটি অনলাইনে জমাদান সম্পন্ন হলে প্রার্থীর User ID সহ Applicant’s Copy পাওয়া যাবে। উক্ত User ID দিয়ে Teletalk নম্বর দিয়ে sms এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। সাধারণ পরীক্ষার্থীর জন্য আবেদন ফি ৭০০/- (সাতশত টাকা)। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য আবেদন ফি ১০০/- (একশত টাকা)।

 

  • আবেদন কপি ও প্রবেশপত্র ডাউনলোড ও সংরক্ষণ প্রসঙ্গে: ৪৫তম বিসিএসে প্রার্থীর সফলভাবে আবেদন ও ফি প্রদান করার পর টেলিটক নম্বর হতে প্রাপ্ত User ID ও Password এর মাধ্যমে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি হতে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র ও প্রবেশপত্র রঙিন প্রিন্ট করে অবশ্যই যত্ন সহকারে সংরক্ষন করতে হবে।

 

৪৫তম বিসিএস-২০২২ এর সকল প্রার্থীদের শুভ কামনা জানাচ্ছি। নিজের মেধা, শ্রম ও যোগ্যতার স্বাক্ষর রেখে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক প্রতিযোগিসম্পন্ন এই পরীক্ষায় স্বল্প সময়ে সফলভাবে উর্ত্তীণের জন্য আপনাকে বিশেষভাবে সহায়তা করবে ‘দ্য ক্যাডার’ বইটি।

 

About me

Md. Zahid Hasan is a BCS Cadre officer and the founder-writer of BCSExam.com . He joined Bangladesh Civil Service in 2011 being the 27th in the merit-list under his cadre-post of 29th BCS exam. He started writing on the tricks and tips of BCS exam preparation being requested by his senior students. He is an ardent researcher and experimenter of BCS exam preparation. If you are serious about becoming a BCS cadre officer, then Read More…

2 comments
  1. Akram Monsi
    Akram Monsi
    December 1, 2022 at 5:23 pm

    Thanks for the required post.

    Reply
  2. আতিকুর রহমান আরাফাত
    আতিকুর রহমান আরাফাত
    December 1, 2022 at 10:29 pm

    ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *